উত্তরের ১৬ জেলায় স্বতঃস্ফূর্ত হরতাল পালিত : ধাওয়া-পাল্টা ধাওয়া আগুন অর্ধশত শিবির নেতাকর্মী গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে গ্রেফতার
এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদে উত্তরাঞ্চলের ১৬ জেলায় শিবিরের
ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গতকাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। তবে
বিভিন্নস্থানে শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও
অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ প্রায় অর্ধশতাধিক শিবির নেতাকর্মীকে
গ্রেফতার করেছে। আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :
রাজশাহী : হরতালে জনজীবন ছিল অচল, তবে রাজশাহীর কোথাও বড় ধরনের কোনো
অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে গত মঙ্গলবার রাতে রাজশাহীর সপুরাসহ
বিভিন্ন এলাকায় পুলিশ-র্যাব যৌথ অভিযান চালিয়ে মেস ও বাসাবাড়ি থেকে
ছাত্রশিবিরের ৩৫ নেতাকর্মীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি
বোমা, বোমা তৈরির সরঞ্জাম, ১৯টি চাইনিজ কুড়াল, ইসলামী ব্যাংকের চেক, ইসলামি
বই ও বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করে বলে পুলিশ দাবি করেছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া জানান, গত
মঙ্গলবার গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করা হয়। এদের গত
সোমবার পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেফতার দেখানো
হয়েছে।
এদিকে গতকাল সকালে নগরীর হাদির মোড়, তালাইমারী, শাহমখদুম কলেজের সামনে,
শ্যামপুকুর ও বালিয়াপুকুরসহ নগরীর বেশ কয়েকটি পয়েন্টে ছাত্রশিবির রাস্তায়
টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে পিকেটিং করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় : হরতালের সমর্থনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন
বিনোদপুর বাজারে ছাত্রশিবির মিছিল বের করলে পুলিশের গুলিতে ৩ জন আহত হয়।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিনোদপুর মিতা স্টুডিওর সামনে এ ঘটনা ঘটে।
আহতদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিনোদপুরের
বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে মতিহার থানা পুলিশ।
দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় পাশে মণ্ডলের মোড় থেকে হরতালের
সমর্থনে মিছিল নিয়ে শিবির কর্মীরা বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে
কাঠের গুঁড়ি ফেলে ও টায়ারে অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধ করে। এ সময় পুলিশ
তাদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল, শর্টগানের গুলি ও
সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছাত্রশিবির কর্মীরাও পাল্টা পুলিশকে লক্ষ্য
করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ-শিবির সংঘর্ষে শিবিরের তিন
কর্মী গুলিবিদ্ধ হয়েছে।
বগুড়া : হরতালে বগুড়ায় রেলের প্যান্ডেল ক্লিফ খুলে ফেলায় ৫ ঘণ্টা ট্রেন
চলাচল বন্ধ ছিল। পরে তা মেরামত করার পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাতে বগুড়া-কাহালুর মাঝামাঝি কৈচোর নামক স্থানে রেল লাইনের প্রায় ১
কিলোমিটারজুড়ে প্যান্ডেল ক্লিফ খুলে ফেলা হলে শান্তাহার-বগুড়া রুটের সব
ট্রেন চলাচল বন্ধ থাকে।
এদিকে হরতাল চলাকালে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করে হরতাল সমর্থকরা।
দিনাজপুর : দিনাজপুরে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ইসলামী ছাত্রশিবিরের ডাকা
সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালে কয়েকটি স্থানে শিবিরকর্মীরা গাড়ি
ভাংচুর, টায়ারে আগুন ও সড়ক অবরোধ করে।
গতকাল সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরের কালিতলা ও মুন্সিপাড়া এলাকায় ঝটিকা
মিছিল বের করে শিবির। এ সময় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিবিরের
নেতাকর্মীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
সকাল ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায়
ঢাকা ফেরত একটি নাইট কোচ এবং দুটি ট্রাক ভাংচুর করে হরতালকারীরা। শহরের সব
দাকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান, মিল-কারখানা বন্ধ ছিল।
এদিকে চিরিরবন্দরের হাজীর মোড়ের বাজার এলাকায় মাহমুদপুর রসুলপুর আলিম
মাদরাসার অধ্যক্ষ মোকাররম হোসেনের বাড়িতে ছাত্রলীগ নেতাকর্মীরা আগুন ধরিয়ে
দেয়। এলাকাবাসীর তাড়া খেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা পালিয়ে যায়।
রংপুর : পুলিশ সকালে নগরীর পার্ক মোড়সহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ১৩
জনকে গ্রেফতার করেছে। হরতালে নগরীতে রিক্সা অটো রিক্সা ছাড়া যান বাহন চলাচল
করেছে। হরতালের সমর্থনে সকালে নগরীর কলেজ রোডে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র
শিবিরের নেতাকর্মীরা। এছাড়াও টায়ার জ্বালিয়ে নগরীর বিভিন্ন এলাকায় পিকেটিং
করেছে শিবির।
সকালে মিঠাপুকুরে শিবির মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষ হয়। এতে এক
পুলিশসহ আহত হয় পাঁচজন। পিকেটাররা রংপুর-ঢাকা মহাসড়কের বৈরীগঞ্জ ও
গড়েরমাথায় ট্রাকে আগুন, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। এছাড়াও
রংপুরের মাহিগঞ্জ-পীরগাছা সড়কের বকশীরপুলের কাছে টায়ারে আগুন-গাছের গুঁড়ি
ফেলে বিক্ষোভ করে পিকেটাররা। এ সময় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়।
নগরী এবং আশপাশের হাটবাজারগুলোতেও কোনো দোকানপাট খোলেনি। আন্ত ও দূরপাল্লার কোনো বাস ছেড়েও যায়নি।
সিরাজগঞ্জ : হরতাল চলাকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার
এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ, ২টি মোটরসাইকেল ও একটি সিএনজি ভাংচুর করেছে
হরতাল সমর্থকরা। গতকাল সকালে উত্তরাঞ্চলগামী (ঢাকা মেটো-চ ১৬-৭৬৯৭) একটি
ট্রাক কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার পৌঁছলে হরতাল সমর্থকরা ট্রাকটির
গতিরোধ করে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
অপরদিকে হরতাল সমর্থকরা উল্লাপাড়ায় দুটি মোটর সাইকেল ও সিএনজি এবং
সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডিদাসগাঁতীতে অপর এক িমেটিরসাইকেল ভাংচুর করা হয়।
নওগাঁ : গতকাল সকালে নওগাঁয় ঝটিকা মিছিল করেছে শিবির নেতাকর্মীরা। সকাল
সোয়া ৭টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের ইয়াদ আলীর মোড় থেকে তারা মিছিলটি বের
করে। মিছিল শেষে শিবির নেতাকর্মীরা সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ
গড়ে তোলেন। ৮টার দিকে শহরের কাঁঠালতলী এলাকা থেকে পিকেটিং করার সময় জাহেদুল
ইসলাম ও মাহমুদ হাসান নামে ২ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। নওগাঁ সদর
থানার ওসি মোজাম্মেল হক জানান, আটক ২ শিবিরকর্মী নওগাঁ নামাজগড় আলিয়া
মাদরাসার ছাত্র।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল
শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকালে শহরের শিবতলা, সিডিডিবি মোড় ও
মহাননন্দা সেতু এলাকায় অবস্থান নেয় পিকেটাররা। এ সময় তারা এসব এলাকায় মিছিল
করে। দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করেনি। অধিকাংশ
দোকানপাট বন্ধ ছিল।
পাবনা : গতকাল হরতাল চলাকালে সকাল ১০টায় ছাত্রশিবির পাবনা শহরে বিক্ষোভ
মিছিল বের করলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। মিছিলটি অফিস থেকে বের হয়ে
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার দই বাজার মোড়ে এলে পুলিশ মিছিলের পেছন
থেকে ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের
ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ ৬ রাউন্ড গুলি ছোড়ে। লাঠিচার্জে ৫ শিবির
কর্মী আহত হয়। এ সময় ৮নং ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি ও টেবুনিয়া কলেজের
প্রভাষক আবদুল ওয়াদুদকে গ্রেফতার করে পুলিশ পায়ে গুলি করেছে বলে জামায়াত
অভিযোগ করে।
এদিকে বেলা ১টার সময় শহরের শিবরামপুরের বাড়ি থেকে ৫নং ওয়ার্ডের জামায়াতের
সভাপতি আবুল কালাম আজাদ, শিবির শহর অফিস সেক্রেটারি গোলাম মোস্তফা,
শিবিরকর্মী আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
লালমনিরহাট : লালমনিরহাটে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
হরতালে জেলা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে ভারি যানবাহন চলাচল বন্ধ
ছিল। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। লালমনিরহাটের আদিতমারী
উপজেলার খাতাপাড়া এলাকায় গতকাল দুপুরে হরতালের সমর্থনে পিকেটিং করতে গেলে ২
শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
নাটোর : নাটোরে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে। সকালে শহরের বড়হরিশপুর
এলাকার শিবিরের নেতাকর্মীরা মিছিল, রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং ও
সমাবেশ করে। হরতালের কারণে দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের সঙ্গে
সরাসরি যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জয়পুরহাট : জয়পুরহাটে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। শিবির কর্মীরা জেলার ৫টি থানাসহ ১০টি স্পটে পিকেটিং করেছে বলে জানা গেছে।
জেলা সভাপতি আসলাম হোসেন জানান, এইচএসসি ও আলিম পরীক্ষার কারণে সকাল ৮টা
থেকে ১১টা এবং বেলা ১টা থেকে ২টা পর্যন্ত পিকেটিংয়ে বিরতি দেয়া হয়।
গাইবান্ধা : সকালে গোবিন্দগঞ্জের কালীতলায় ঢাকা-রংপুর মহাসড়কে শিবির
কর্মীরা রাস্তায় গাছের গুঁড়ি, বৈদ্যুতিক খুঁটি ও টায়ার জ্বালিয়ে অবরোধ
সৃষ্টি করে পিকেটিং করে জামায়াত-শিবির। এছাড়াও পলাশবাড়ীর জুনদহ, মহেষপুর,
হাসপাতাল মোড়ে হরতাল সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করছে।
হরতালে শহরের বেশিরভাগ দোকান বন্ধ ছিল।
ঠাকুরগাঁও : হরতালে গতকাল ভোর থেকেই শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে
পিকেটিং করে নেতাকর্মীরা। এছাড়া পল্লীবিদ্যুত্ সংলগ্ন ছোট খোচাবাড়ি এলাকায়
ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে গাছ ও গাছের গুঁড়ি ফেলে এবং রাস্তার ওপর শুয়ে সড়ক
অবরোধ করে রাখে শিবির কর্মীরা।